মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ - ১৩:১৪
খুলনায় ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত দিবসে শোক মজলিস ও মিছিল

হাওজা নিউজ এজেন্সি: ৩রা জামাদিউস সানি ১৪৪৭ হিজরি উপলক্ষে খুলনার কাসরে হুসাইনী ইমামবারগাহে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর পবিত্র শাহাদাত দিবস স্মরণে গভীর শোক ও আবেগময় পরিবেশে শোক মজলিস ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিয়া মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ মাহফিলে তাঁর জীবন, ত্যাগ ও অনন্য মর্যাদা স্মরণ করা হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha